৩৭শ’ কোটি টাকা লোপাট: তদন্তে অগ্রগতি না থাকায় দুদকের প্রতি হাইকোর্টের ক্ষোভ

|

ফাইল ছবি।

পি কে হালদারের ৩ হাজার ৭০০ কোটি টাকা লোপাটে বাংলাদেশ ব্যাংকের পাঁচ ডেপুটি গভর্নরের জড়িত থাকা ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট যাচাইবাছাইয়ে দুদকের কমিটিকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে হাইকোর্টে এ বিষয়ে শুনানির সময় পরোক্ষভাবে দুদকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। আদালত বলেন, ৩৭শ’ কোটি টাকা লুটপাটে দায়ী পাঁচ ডেপুটি গর্ভনর, এই অভিযোগসহ অর্থপাচারের তদন্তে দুদকের কোনো অগ্রগতি নেই। দুদক যে ঘুমিয়ে নেই, এটা প্রমাণ করতে হবে।

গণমাধ্যমে প্রচারিত দুর্নীতির খবরগুলোকে দুদককে ইতিবাচকভাবে নেয়ার পরামর্শ দেন আদালত। শুনানি শেষে পি কে হালদারকে সহায়তা নিয়ে বাংলাদেশ ব্যাংক যে রিপোর্ট দিয়েছে তা যাচাইবাছাই করে ৫ ফেব্রুয়ারির মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দেন হাইকোর্ট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply