ভারতে আগুন দিয়ে চুল কাটতে গিয়ে ঝলসে গেলো যুবক

|

ছবি: সংগৃহীত

বেশ কয়েক বছর ধরে দেশে বিদেশে বাড়ছে আগুন দিয়ে চুল কাটার প্রবণতা। এই প্রক্রিয়ায় চুলে একরকম বিশেষ রাসায়নিক ব্যবহার করে তা পুড়িয়ে ছোট করে ফেলা হয়। কিন্তু এবার ভারতে এই কাজ করতে গিয়ে বেধেছে বিপত্তি। আগুন দিয়ে চুল কাটাতে গিয়ে ঝলসে গিয়েছে ১৮ বছর বয়সী এক যুবকের শরীরের বেশ কিছু অংশ। খবর আনন্দবাজার পত্রিকার।

সংবাদ সূত্রে জানা গেছে, ওই যুবক গুজরাটের ভালসাদ জেলার ভাপি টাউনের এক সেলুনে গিয়েছিলেন আগুন দিয়ে চুল কাটাতে। আগুন দিয়ে চুল পোড়ানোর সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ফলে তরুণের গলা, বুক ঝলসে যায়।

ঘটনার পর তাকে ভালসাদের সিভিল হাসপাতালে ভর্তি করানো হয়। অবস্থার অবনতি হলে তাকে সুরতের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় খবর পেয়ে তদন্তে নামে ভালসাদ থানার পুলিশ। তদন্তকারী কর্মকর্তা করমসিংহ মাকওয়ানা জানিয়েছেন, তরুণ সুস্থ হলে তার বয়ান নেয়া হবে। চুল আগুনে পোড়ানোর আগে কী রাসায়নিক ব্যবহার করা হয়েছিলো তা তদন্ত করে দেখছে পুলিশ।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply