ভারতীয় রুপিতে মহাত্মা গান্ধির ছবির বদলে দেব-দেবীর ছবি ছাপার দাবি করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তার এ দাবির পরই ভারত জুড়ে শুরু হয়েছে নোট বিতর্ক। শুধু দেব-দেবী নয়, এখন মোদি ও সুভাষচন্দ্র বসুসহ একাধিক নেতার ছবি ছাপারও জোর দাবি উঠছে রাজনৈতিক প্রাঙ্গনে। খবর এনডিটিভির।
বিতর্কের শুরু হয় বুধবার (২৬ অক্টোবর)। এ দিন অরবিন্দ কেজরিওয়াল দাবি তোলেন, দেবী লক্ষ্মী ও দেবতা গণেশের ছবি ৫০০ রুপির নোটে ছাপা উচিত। তিনি বলেন, ভারতের অর্থনীতি এখন খুব বেশি ভালো নয়। তাই দেব-দেবীর ছবি নোটে যোগ করলে তাদের আশীর্বাদে অর্থনীতি আরো চাঙ্গা হয়ে উঠবে।
উদাহরণ হিসেবে কেজরিওয়াল বলেন, ইন্দোনেশিয়া একটি মুসলিম দেশ। দেশটির মোট জনসংখ্যার ৮৫ শতাংশই মুসলিম আর মাত্র ২ শতাংশ হিন্দু। তারপরও দেশটির মুদ্রায় দেবতা গণেশের ছবি আছে। তাহলে ভারতীয় মুদ্রায় কেনো দেব-দেবতার ছবি থাকবে না? খবর হিন্দুস্তান টাইমসের।
কেজরিওয়ালের এ দাবির পরই শুরু হয় বিতর্ক। তার এ প্রস্তাবকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উল্লেখ করেন বিজেপি নেতারা। এরই ধারাবাহিকতায় এবার বিজেপি বিধায়ক রাম কদম নিয়ে এসেছেন আরেক প্রস্তাব।
নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে রাম কদম দাবি জানান, শুধু দেবতাদের কেনো? বিশ্বে ভারতকে আরও শক্তিশালী করে তুলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ত্যাগ ও কঠোর পরিশ্রমের বিষয়টিকে কোনোভাবেই উড়িয়ে দেয়া যায় না। তার অবদানের জন্য গোটা বিশ্বই মোদিকে স্বরণ করবে। তাহলে মুদ্রায় তার ছবি কেনো থাকবে না? একই সঙ্গে তিনি ছত্রপতি শিবাজি, হিন্দুত্ববাদী নেতা সাভারকর, ভারতীয় সংবিধানের অন্যতম প্রণেতা আম্বেদকরের ছবি ছাপারও দাবি তোলেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) আরও একটি টুইট করেন রাম কদম। সেখানে মোদিসহ শিবাজি, সাভারকর ও আম্বেদকরের ছবি সংযুক্ত চারটি ডামি নোটের ছবি তিনি প্রকাশ করেন। সেই সাথে জুড়ে দেন একটি শ্লোগান, ‘অখণ্ড ভারত, নতুন ভারত, মহান ভারত। জয় হিন্দ, জয় মাতাদি’।
এখানেই শেষ নয়। নোটে ছবি ছাপা নিয়ে বিতর্ক ভারতে এখন তুঙ্গে। একাংশের দাবি, তাহলে সুভাষচন্দ্র বসুর ছবি কেনো ছাপা হবে না? এই বিতর্কে অংশ নিয়েছেন কংগ্রেসের নেতা ও লোকসভা সদস্য মণীশ তিওয়ারিও। তার দাবি, গান্ধির পাশাপাশি আম্বেদকরের ছবিও ছাপতে হবে ৫০০ রুপির নোটে। সব মিলিয়ে নোট বিতর্কে এখন জমে উঠেছে ভারতের রাজনীতির মাঠ।
এসজেড/
Leave a reply