ইলন মাস্ককে অভিনন্দন জানিয়ে রাহুল গান্ধীর টুইট, চলছে বিতর্ক

|

গত কয়েক মাসের বিভিন্ন নাটকীয়তা শেষে সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনেছেন শীর্ষ মার্কিন ধনকুবের ও টেসলা, স্পেসএক্স এর মালিক ইলন মাস্ক। এরপরই তাকে অভিনন্দন জানিয়ে টুইট করেছেন বিশ্বের বিভিন্ন দেশের অসংখ্য মানুষ। তাদের মধ্যে অন্যতম ভারতের ন্যাশনাল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

শুক্রবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় মাস্ককে অভিনন্দন জানিয়ে টুইট করেন রাহুল গান্ধী।

ওই টুইটে রাহুল লিখেছেন, অভিনন্দন ইলন মাস্ক। আশা করবো, এখন থেকে টুইটার হেট স্পিচ এবং ফ্যাক্ট চেককে আরও গুরুত্ব দেবে। এবং সরকারের চাপে ভারতের বিরোধীদলগুলোর কষ্ঠরোধ করার ব্যাপারটি বন্ধ হবে।

মাস্কের উদ্দেশে রাহুলের টুইটের প্রতিক্রিয়ায় ক্ষমতাসীন বিজেপির আইটি সেলের ইনচার্জ অমিত মালভিয়া বলেন, কংগ্রেসের রাজনৈতিক ভবিষ্যত না ডুবিয়ে রাহুলের উচিত নিজের ক্যারিয়ারে মনযোগ দেয়া। এরপরে কী হবে? মাস্ককে দিয়ে ইভিএম চেক করানোর আবদার করবে? বড় হও রাহুল।

মালভিয়ার টুইটের জবাবে কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রিনাতে বলেন, হে ফেক নিউজ ব্যবসায়ী; নিজেকে দয়া করুন। মোদিজীর টুইটারের অ্যানগেজমেন্ট দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ বট সেখানে রিটুইট করে। সোশ্যাল মিডিয়া নিয়ে হীনমণ্যতায় না ভুগে দ্রব্যমূল্য বৃদ্ধি, মূদ্রাস্ফিতি, বেকারত্ব নিয়ে কথা বলুন।

প্রসঙ্গত, ধর্ষণ ও হত্যার শিকার হওয়া এক দলিত কিশোরীর পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করলে গত বছরের ৮ আগস্ট বন্ধ করে দেয়া হয়েছিল রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্ট। সেবার রাহুলের টুইটার অ্যাকাউন্ট লক করে দিয়ে ক্ষমতাসীন বিজেপি অভিযোগ করেছিল যে, রাহুল ধর্ষণের শিকার ওই কিশোরীর পরিচয় প্রকাশ করছেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply