সড়কে অবৈধ টোল আদায় বন্ধের দাবি, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

|

উপজেলা, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় অবৈধ টোল আদায় বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে ট্রাক মালিক-চালক ফেডারেশন ও কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন অ্যাসোসিয়েশন।

শনিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে মালিক-চালকরা। এতে অংশ নেন সারাদেশ থেকে আসা ট্রাক চালক ও শ্রমিক প্রতিনিধিরা। তারা বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার পর থেকে পণ্যপরিবহন ব্যবসায়ীদের গাড়ি চালানো কঠিন হয়ে পড়েছে। অথচ, সারাদেশে টার্মিনালের বাইরে ও মহাসড়কে গাড়ি থামিয়ে বিভিন্ন অজুহাতে ৫০ থেকে ১০০ টাকা হারে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে।

এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বারবার অবহিত করা হলেও কোনো সুরাহা হয়নি বলে জানান তারা। শ্রমিক নেতারা অভিযোগ করেন, অবৈধ চাঁদাবাজি বন্ধে উচ্চ আদালতের নিদের্শনা থাকলেও কেউ তা মানছে না।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply