৬ উইকেটের জয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো পাকিস্তান

|

ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয় পেয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। ৩৭ বল বাকি রেখে বাবর আজমের দল এই জয় পেলেও মোটেও পথটা মসৃণ ছিল না। রিজওয়ানের ব্যাটে গুরুত্বপূর্ণ ২ পয়েন্ট পেলেও লক্ষ্য বড় থাকলে পাকিস্তানের ভঙ্গুর ব্যাটিং লাইনআপ শেষ পর্যন্ত কী করতো, তা বলা কঠিন।

ডাচদের দেয়া ৯২ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক বাবর আজমের উইকেট হারায় পাকিস্তান। এশিয়া কাপের পর চলতি আসরেও এই ব্যাটারের ব্যাডপ্যাচকে দীর্ঘায়িত করে সরাসরি এক দারুণ থ্রোতে বাবরকে সাজঘরে পাঠান ভ্যান ডার মারওয়ে। দলে আসা ফখর জামানকে নিয়ে এরপর অনায়াসেই দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন মোহাম্মদ রিজওয়ান।

তারপর ব্রেন্ডন গ্লোভারের বলে আউট হয়ে যান ফখর জামান। জয় যখন হাতের নাগালে, তখনই ভ্যান মিকরেনের বলে আউট হয়ে ১ রানের জন্য অর্ধশতক হাতছাড়া করেন রিজওয়ান। আর, জয় থেকে ১ রান দূরে থাকতে বাউন্ডারি লাইনে ধরা পড়ে গ্লোভারের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন শান মাসুদ। অবশেষে, ১৩.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় পাকিস্তান।

এর আগে, শাদাব খান-মোহাম্মদ ওয়াসিমদের বোলিং তোপে পড়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯১ রান সংগ্রহ করে নেদারল্যান্ডস। এই পরাজয়ে চলতি বিশ্বকাপ থেকে ডাচদের বিদায় অনেকটাই নিশ্চিত হয়ে গেলো।

আরও পড়ুন: ক্রিকেট ছেড়ে কোকেন ধরেছিলেন ওয়াসিম আকরাম

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply