প্রতি বছর যক্ষায় প্রাণহানি ৪০ হাজার, আর আক্রান্ত ৩ লাখেরও বেশি: স্বাস্থ্যমন্ত্রী

|

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

দেশে প্রতি বছর যক্ষায় আক্রান্ত হয়ে ৪০ হাজার মানুষ মারা যায়। আর আক্রান্তের সংখ্যা তিন লাখেরও বেশি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রোববার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির ৯ম যৌথ মনিটরিং কর্মশালায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশ যক্ষার ঝুঁকিতে ৭ম স্থানে আছে। যত বেশি শনাক্ত করা যাবে, তত বেশি রোগীদের চিকিৎসার আওতায় আনতে হবে।

২০৩০ সালের মধ্যে দেশ থেকে যক্ষা নির্মূলে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বর্তমানে শিশুরাও টিবিতে আক্রান্ত হয়। টিবি চিকিৎসায় বরাদ্দ বাড়াতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply