আমদানি করা চাল ডিসেম্বরের মধ্যে বাজারজাত করতে হবে

|

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই আমদানি করা চাল বাজারে আনতে হবে। এর আগে, ৩০ অক্টোবরের মধ্যে আমদানির চাল বাজারে আনার নির্দেশনা দিয়েছিল খাদ্য মন্ত্রণালয়। অভিযোগ রয়েছে, বিপুল পরিমাণ আমদানির তথ্য থাকলেও বাজারে সে অনুযায়ী চাল পাওয়া যাচ্ছে না। বাজারে আশানুরূপ সুফল পাচ্ছে না ক্রেতারা।

দামের লাগাম টানতে শুল্ক কমিয়ে চাল আমদানির সিদ্ধান্ত নেয় সরকার। আমদানিতে শুল্ককর কমানোর অনুরোধ জানিয়ে গত ৬ জুলাই এনবিআরকে চিঠি দেয় খাদ্য মন্ত্রণালয়। এরপর গত ১২ আগস্ট আমদানির শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে জাতীয় রাজস্ব বোর্ড।

আমদানিকারকরা অভিযোগ করেছেন, ব্যাংকে ডলার সংকট। এ কারণে চাল আমদানির ঋণপত্র খুলতে হিমশিম খেতে হচ্ছে। আমদানি পর্যায়ে প্রতি কেজি স্বর্ণা চাল বিক্রি হচ্ছে ৪৬ থেকে ৪৭ টাকা। মিনিকেট বিক্রি হচ্ছে ৬৫ টাকা ৬৬ টাকা দরে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply