কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা

|

ছবি: সংগৃহীত

রাজধানী কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালিয়েছে রাশিয়া। ক্রুজ মিসাইলসহ প্রায় ৫০টি রকেট ও ক্ষেপণাস্ত্র আঘাত হানে ইউক্রেনের বিভিন্ন স্থানে। এর মধ্যে খারকিভ, পোলতাভা, জাপোরিঝিয়া, মাইকোলভি এবং লভিভ অন্যতম। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন বিদ্যুতকেন্দ্র এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে চালানো হয় এসব হামলা। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি হাইড্রো-পাওয়ারপ্ল্যান্ট।

এদিকে, রুশ হামলার পর আবারও বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় পুরো ইউক্রেনে। কয়েক ঘণ্টা প্রচেষ্টার পর কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা গেলেও এখনো অন্ধকারে বেশিরভাগ এলাকা। সেভেস্তোপোল বন্দরে রুশ নৌ বহরে ইউক্রেনীয় বাহিনীর হামলার পর এই হামলা চালালো রাশিয়া।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply