পদ্মায় ধরা পড়লো বিশালাকৃতির কাতল

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দে দৌলত‌দিয়ার পদ্মা নদীতে ধরা পড়েছে ২১ কেজি ওজনের একটি বিশাল কাতল মাছ। বিশালাকৃতির এ মাছটি স্থানীয় এক মাছ ব্যবসায়ীর কা‌ছে ২৮ হাজার ৩৫০ টাকায় বিক্রি করা হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) ভোর ৬টার দিকে দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় মাছ‌টি ইসহাক সরদার না‌মে এক জে‌লের জা‌লে ধরা প‌ড়ে‌। পরে দৌলতদিয়ার আনোয়ার খার মৎস্য আড়ত থে‌কে উন্মুক্ত নিলা‌মের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৩৫০ টাকা দরে মোট ২৮ হাজার ৩৫০ টাকায় ঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা মাছটি কিনে নেন।

জেলে ইসহাক সরদার বলেন, দীর্ঘদিন নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকায় খুব কষ্টে ছিলাম। নিষেধাজ্ঞা শিথিলের পরে প্রতিদিনের মতো মঙ্গলবার শেষ রা‌তে সহযোগীদের নিয়ে ট্রালারে করে পদ্মায় মাছ শিকার করতে যাই। ভোর ৬টার দিকে জাল তুলতেই বিশাল এই কাতল মাছটি ভেসে ওঠে। পরে সকালে মাছটি দৌলতদিয়ার আনোয়ার খার আড়তে বি‌ক্রি ক‌রি। মাছের যে দাম উঠেছে তাতে বেশ খুশি এই জেলে।

এ নিয়ে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু জানান, বছরে নির্দিষ্ট সময়ে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা দেয়ার কারণে এই মাছগুলো বড় হওয়ার সুযোগ পায়। এছাড়াও এখন নদীতে পানি কমার কারণে এসব বড় বড় মাছ ধরা প‌ড়ছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply