চ্যাম্পিয়ন্স লিগের সি গ্রুপের শেষ ম্যাচেও অপ্রতিরোধ্য বায়ার্ন মিউনিখ। নিজেদের জাল অক্ষত রেখে ইন্টার মিলানকে তারা হারিয়েছে ২-০ গোলে। আর তাতে শতভাগ সাফল্য নিয়ে নকআউট পর্বে পা রাখলো জার্মান ক্লাবটি।
আগেই শেষ ১৬ নিশ্চিত করা বায়ার্ন মিউনিখের জন্য ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতার। তবে পুরো ম্যাচের শেষ পর্যন্ত নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রাখে জার্মান ক্লাবটি। মিউনিখের অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ৩২ মিনিটে বেঞ্জামিন পাভার্ড দলকে এগিয়ে নেয়ার পর ৭২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এরিক মোটিং।
এই ম্যাচে জয়ে ছয় ম্যাচে গ্রুপ সির চ্যাম্পিয়ন বায়ার্নের পয়েন্ট দাঁড়ায় ১৮। আর ১০ পয়েন্ট নিয়ে রানার্সআপ ইন্টার মিলান জার্মান ক্লাবটির সাথে নিশ্চিত করেছে নক-আউট।
/এমএন
Leave a reply