ক্ষমতায় ফিরছেন নেতানিয়াহু: বুথফেরত জরিপ

|

১৬ মাস পর আবারও ইসরায়েলের ক্ষমতায় ফিরছেন দেশটির সবচেয়ে প্রভাবশালী নেতা বেনিয়ামিন নেতানিয়াহু। বুথফেরত জরিপে স্পষ্ট ব্যবধানে জয়ের পথে এগিয়ে তার কট্টরপন্থী জোট। খবর রয়টার্সের।

ইসরায়েলের রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুসারে, ১২০ আসনের পার্লামেন্টে ৬১-৬২ আসন পেতে পারে ডানপন্থীরা। অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের দল পেতে পারে ২২ থেকে ২৪টি আসন। যা ইয়াশ আতিদ পার্টিকে পার্লামেন্টের বিরোধী দলের অবস্থান দেবে। চূড়ান্ত ফলাফল খুব শিগগিরই ঘোষিত হলেও সরকার গঠনে প্রায় এক সপ্তাহ সময় লাগবে। কারণ, ইসরায়েলে একক সংখ্যাগরিষ্ঠতায় কোনো দলই ক্ষমতায় বসতে পারে না। জোট সরকার গঠনে হয় দফায়-দফায় আলোচনা।

৭৩ বছর বয়সী বেনিয়ামিন নেতানিয়াহু সেক্ষেত্রে আবারও হতে পারেন প্রধানমন্ত্রী। ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ সময় প্রধানমন্ত্রী থাকা নেতানিয়াহু ঘুষগ্রহণ-জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০১৯ সালের নির্বাচনে পরাজিত হন। তার বিরুদ্ধে এখনও চলছে মামলা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply