গুজরাটে সেতু দুর্ঘটনা: অগভীর পানির তলায় পাথুরে জমি মৃত্যুর অন্যতম কারণ

|

ভারতের গুজরাটে ঝুলন্ত সেতু দুর্ঘটনায় বেরিয়ে এলো বিপুল প্রাণহানির পেছনের প্রাথমিক কারণ। গতকাল মঙ্গলবার (২ নভেম্বর) ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, সেতুর দুই পাশে পানি ততোটা গভীর নয়। কিন্তু ১০ ফুটের মতো পানির তলায় পাথুরে জমি। ব্রিজ ভেঙে পড়ায় সজোরে সেই পাথরে আঘাত পান মানুষজন। এ সময় সাতরে উঠতে গিয়ে জ্ঞান হারান অনেকে, ঘটে মৃত্যু।

গেলো ৭২ ঘণ্টায় স্রোতের টানে বহু মরদেহ নদীর মাঝামাঝি চলে গেছে, এমনটাও ধারণা উদ্ধারকর্মীদের। কিন্তু সেখানে পানির গভীরতা ২০ ফুটের বেশি ও ঘোলাটে। যার কারণে তলদেশে স্পষ্টভাবে কিছু দেখতে পারছেন না ডুবুরীরা। ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। সেতু দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩৫ জনের মরদেহ পাওয়ার কথা নিশ্চিত করেছে সরকার। যার মাঝে ৪৭ জনই শিশু। গত রোববার সন্ধ্যায় মচ্ছু নদীর ওপর ভেঙে পরে ব্রিটিশ আমলের শতবর্ষী এ সেতু।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply