ক্ষমতার অপব্যবহার করে রাজনৈতিকভাবে কাউকে হয়রানির সুযোগ নেই বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত কমিশনার ড. মোজাম্মেল হক খান। আজ মঙ্গলবার কর্মদিবসের প্রথমদিনে তিনি যমুনা টিভিকে একথা জানিয়েছেন।
সবশেষ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দায়িত্ব পালন করেন মোজাম্মেল হক খান। অবসরের পর নিয়োগ পেয়েছেন দুদকের কমিশনার হিসেবে।
দুদক আইনে যে ক্ষমতা আছে, সে অনুযায়ী কাজ করার কথা জানান নতুন কমিশনার। দুর্নীতি পেলে সরকারি আমলা থেকে রাজনীতিবিদ কাউকে ছাড় দেয়া হবে না। তবে ক্ষমতার অপব্যবহার যাতে না হয় সেদিকে নজর দিবেন বলে জানান সদ্য সাবেক এই আমলা।
তিনি জানান, দুর্নীতি যাতে না হয় এ জন্য প্রতিরোধ কার্যক্রমের উপর জোর দিবেন। এ জন্য দুদকের বিদ্যমান কর্মসূচীসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম হাতে নিবেন।
Leave a reply