ম্যাচ শেষে যা বললেন রোহিত শর্মা

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে লিটন দাস উড়ন্ত সূচনা এনে দিলেও ভারতের কাছে ৫ রানে হেরেছে টাইগাররা। বৃষ্টি আইনে ১৫১ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের ইনিংস থামে ১৪৫ রানে। মাত্র ৫ রানে জয় পায় ভারত। এই জয়ে চার ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে একধাপ এগিয়ে গেল রোহিতরা।

ম্যাচ শেষে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, আমরা আসলে স্নায়ুচাপ সামলে খেলতে চেয়েছিলাম। কিন্তু ম্যাচের শেষ দিকে নার্ভ ধরে রাখা কঠিন হয়ে যায়। শেষ পর্যন্ত এটি একটি ভালো জয় ছিল। ডেথ ওভারে আর্শদিপ খুবই ভালো বোলিং করেছে। বুমরাহ না থাকায় আমরা আর্শদিপকে ডেথ ওভারের জন্য ৮-৯ মাস ধরে প্রস্তুত করেছি।

টুর্নামেন্টে ব্যর্থ লোকেশ রাহুল বাংলাদেশের বিপক্ষে ৩২ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলেন। তার প্রশংসা করে রোহিত বলেন, লোকেশ রাহুল যেভাবে ব্যাটিং করেছে, সেটা তার এবং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি সে কোন ধরনের প্লেয়ার।

রোহিত শর্মা আরও বলেন, আজকে আমরা যে কয়েকটি ক্যাচ নিয়েছি তা দেখতে দুর্দান্ত ছিল। আপনি যখন হাজার হাজার দর্শকের সামনে খেলছেন তখন এমন ক্যাচ লুফে নেয়া সহজ কাজ নয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply