শস্য রফতানি চুক্তিতে ফিরেই ফের হুমকি পুতিনের

|

কিয়েভ যদি শস্য রফতানি চুক্তির শর্ত ভঙ্গ করে তবে রাশিয়া আবারও চুক্তি থেকে বের হয়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের মধ্যস্ততায় চুক্তিতে ফিরে আসার মাত্র কয়েক ঘণ্টা পরেই এ কথা বললেন পুতিন। খবর রয়টার্সের।

বুধবার (২ নভেম্বর) এক টেলিশন ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, শর্ত ভঙ্গ করলে রাশিয়া যেকোনো সময় চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার অধিকার রাখে। তবে তিনি বলেন, মস্কো আবারও চুক্তি থেকে বেরিয়ে গেলেও ইউক্রেন থেকে তুরস্কে শস্য রফতানিতে কোনো বাধা দেবে না এবং কোনো চার্য ছাড়াই দরিদ্র দেশগুলোতে শস্য সরবরাহ করতে দেবে।

আরও পড়ুন: শস্য রফতানির চুক্তিতে ফিরলো রাশিয়া

এর আগে ক্রেমলিন প্রধান চুক্তিতে ফিরে আসার আগে রেসিপ তাইয়েপ এরদোগানের সাথে ফোনে কথা বলেন।

গেলো জুলাই মাসে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের মধ্যস্ততায় শস্য রফতানির চুক্তিতে সম্মত হয় ইউক্রেন-রাশিয়া। এরপর গত সপ্তাহে সেভাস্তোপল বন্দরে ইউক্রেনের সামরিক বাহিনী হামলা করার পর রাশিয়া শস্য রফতানির চুক্তি থেকে সরে যায়।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply