ক্রাইমিয়া নৌবহরে হামলায় যুক্তরাজ্য জড়িত রাশিয়া এমন অভিযোগ করে আসছে বেশ কিছুদিন ধরে। এবার খুব শিগগিরই সবরকম প্রমাণ যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের কাছে দেবে বলেও জানিয়েছে রাশিয়া। বুধবার (২ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া এক বিবৃতিতে এমনটা জানানো হয়। খবর এএফপির।
রাশিয়ার দাবি, যুক্তরাজ্যের “বিশেষজ্ঞরা” মস্কো-অধিভুক্ত ক্রাইমিয়ার নৌবহরে ড্রোন হামলা চালাতে কিয়েভকে সাহায্য করেছে। রাশিয়ার আরও অভিযোগ, নর্ডস্ট্রিম গ্যাস পাইপ লাইন বিস্ফোরণে লন্ডন জড়িত। যদিও এখন পর্যন্ত রুশ কর্তৃপক্ষ এ সংক্রান্ত কোনো প্রমাণ দেয়নি।
আরও পড়ুন: শস্য রফতানি চুক্তিতে ফিরেই ফের হুমকি পুতিনের
এ বিষয়ে বুধবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, খুব শিগগিরই ব্রিটিশ হাইকমিশনারকে তলব করা হবে এবং এ সংক্রান্ত উপযুক্ত প্রমাণ সরবরাহ করা হবে। তিনি আরও বলেন, প্রমাণগুলো ব্রিটিশ কর্তৃপক্ষকে দেয়ার পাশাপাশি তা জনসম্মুখে দেখানো হবে।
এর আগে গেলো শনিবার রুশ সেনাবাহিনী অভিযোগ করেছিলো, ইউক্রেন ব্রিটিশ বিশেষজ্ঞদের নেতৃত্বে তাদের নৌবহরে ড্রোন হামলা করেছে।
এটিএম/
Leave a reply