জেল হত্যাকাণ্ডে জড়িত আসামিদের ফিরিয়ে আনতে তৎপরতা অব্যাহত আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

|

সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

জাতীয় চার নেতার হত্যাকাণ্ডে দন্ডিত পলাতক আসামিদের ফিরিয়ে আনতে জোর তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ হত্যাকাণ্ডের কুশীলবদের বিচারের জন্য একটি কমিশন গঠনের প্রক্রিয়া চলছে-বলেও জানান তিনি।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বকশিবাজারের পুরাতন কেন্দ্রীয় কারাগারে চার নেতার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি। এ সময় জাতীয় চার নেতার পরিবারের সদস্যর উপস্থিত ছিলেন সেখানে।

এ সময় জেল হত্যার প্রকৃত ইতিহাস আজও উন্মোচিত হয়নি- উল্লেখ করে একটি তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান জাতীয় নেতা তাজউদ্দীন আহমেদ এর ছেলে সোহেল তাজ ।

এর আগে, কারাগারের চার নেতার স্মৃতি বিজড়িত জাদুঘর পরিদর্শন করেন তারা। এছাড়াও কারাগারে বঙ্গবন্ধু যে বন্দি থাকা কক্ষ পরিদর্শন করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বরাষ্ট্র মন্ত্রীসহ চার নেতার পরিবারের সদস্যরা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply