ই-অরেঞ্জ নিয়ে বাংলাদেশ ব্যাংকের দেয়া প্রতিবেদন দায়সারা: হাইকোর্ট

|

হাইকোর্ট।

ই-অরেঞ্জ নিয়ে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) রিপোর্ট দায়সারা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। ফের রিপোর্ট দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দেন। এছাড়া বরখাস্তকৃত পুলিশ পরিদর্শক সোহেল রানাকে দেশে আনতে পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রতিষ্ঠাতা সোনিয়া মেহজাবীন ও তার ভাই বরখাস্তকৃত পরিদর্শক শেখ সোহেল রানা ও চাচা মোহাম্মদ জায়েদুল ফিরোজ শত কোটি টাকা সরিয়েছে, গতকাল হাইকোর্টে এই সংক্রান্ত একটি প্রতিবেদন দাখিল করে বাংলাদেশ ব্যাংক।

এর আগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে গ্রাহকের অর্থআত্মসাৎ ও পাচারের ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। ৫৪৭ গ্রাহকের আটকে থাকা ৭৭ কোটি ৪৬ লাখ টাকা ফেরত চেয়ে করা রিটের পরিপ্রেক্ষিতে গত ৭ এপ্রিল হাইকোর্টের দ্বৈত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। চার মাসের মধ্যে এ বিষয়ে দুদক ও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply