টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনায় মাস্ক

|

ছবি: সংগৃহীত

টুইটারের অর্ধেক কর্মী ছাঁটাইয়ের চিন্তা করছেন সংস্থাটির নতুন মালিক ইলন মাস্ক। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি নভেম্বরের শুরু থেকেই ৩৭০০ কর্মীর ছাঁটাইয়ের কাজ শুরু হতে পারে।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৪ নভেম্বর) ছাঁটাইয়ের কথা কর্মীদের জানাতে পারেন মাস্ক।

প্রথম ধাপে সংস্থার মোট কর্মীর এক-তৃতীয়াংশ ছাঁটাই করা হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তারপর ধীরে ধীরে কর্মীসংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে।

টুইটারের কর্মপদ্ধতিতেও পরিবর্তন আনতে চলেছেন মাস্ক। আগে সংস্থাটির কর্মীরা ‘এনিহ্যোয়ার পলিসি’ বা যেখান থেকে খুশি কাজ করতে পারতেন। কিন্তু এই নিয়মে পরিবর্তন আসতে চলছে। এরপর থেকে অফিসে এসেই সবাইকে কাজ করতে হবে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply