অর্থনৈতিক মন্দার মুখে ব্রিটেন, স্থায়ী হতে পারে ২০২৪ সাল পর্যন্ত: ব্যাংক অব ইংল্যান্ড

|

অর্থনৈতিক মন্দার মুখে ব্রিটেন। দেশটির কেন্দ্রীয় আর্থিক প্রতিষ্ঠান ব্যাংক অফ ইংল্যান্ড জানিয়েছে ২০২৪ সালের মাঝামাঝি পর্যন্ত স্থায়ী হতে পারে মন্দা পরিস্থিতি। আশঙ্কাজনকভাবে বাড়তে পারে বেকারত্ব।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি মোকাবেলায় ব্যাংক অব ইংল্যান্ড মুনাফার হার ৩ শতাংশে উন্নীত করেছে। ১৯৮৯ সালের পর প্রথমবারে মতো মুনাফার হার এতটা বৃদ্ধির ঘোষণা দিয়েছে তারা।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেন, সামনে এক কঠিন সময় আসছে। ২০২৫ সাল নাগাদ বেকারত্ব বেড়ে দ্বিগুণ হয়ে যাওয়ার শঙ্কা আছে। বর্তমানে ব্রিটেনে ১৬ বছরের বেশি বয়সী ৩.৫ শতাংশ মানুষ বেকার। সেটি বেড়ে দাঁড়াতে পারে ৬.৪ শতাংশে।

গভর্নর অ্যান্ড্রু বেইলি বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জ্বালানি তেলের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ফলে আমরা দরিদ্র রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি। অর্থনীতিতে কিছু সময়ের জন্য ধস নামতে পারে বলেও এ সময় সতর্ক করেন তিনি।

ব্যাংক অব ইংল্যান্ড আরও জানায়, বিগত চার দশকের মধ্যে মুদ্রাস্ফীতির হার ১০ শতাংশের ওপরে অবস্থান করছে এবং চলতি বছরে তা বেড়ে ১০.৯ শতাংশ দাঁড়াতে পারে।
এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply