১৮৬ রানের টার্গেটে ভালো সূচনা পেয়েছে আয়ারল্যান্ড

|

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ওয়ানের ম্যাচে কেন উইলিয়ামসনের দারুইণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৮৬ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে পল স্টার্লিং ও অ্যান্ডি বালবার্নির ব্যাটে মজবুত সূচনা পেয়েছে আইরিশরা।

টস হেরে ব্যাট করতে নেমে সাবধানী শুরুর পর হাতখুলে খেলতে থাকেন দুই ওপেনার ফিন অ্যালেন ও ডেভন কনওয়ে। উদ্বোধনী জুটিতে তারা যোগ করেন ৫২ রান। ১৮ বলে ব্যক্তিগত ৩২ রানে মার্ক অ্যাডেয়ারের শিকার হন অ্যালেন। কেন উইলিয়ামসনকে সাথে নিয়ে ৪৪ রান যোগ করার পর গ্যারেথ ডেলাইনিকে তুলে মারতে গিয়ে লং অনে অ্যাডেয়ারের হাতে ধরা পড়েন কনওয়ে।

কিউইরা বাকি পথটুকু এগিয়েছে অধিনায়ক কেন উইলিয়ামসনের ব্যাটে। রানখরা কাটিয়ে কেন উইলিয়ামসন খেলেছেন ৩৫ বলে ৬১ রানের ইনিংস। সাথে গ্লেন ফিলিপস ও ড্যারিল মিচেলের দু’টি ক্যামিওতে আইরিশদের বিপক্ষে ৬ উইকেটে ১৮৫ রানের বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

ছবি: সংগৃহীত

১৯-তম ওভারেই চলমান আসর দেখেছে দ্বিতীয় হ্যাটট্রিক। কেন উইলিয়ামসন, জিমি নিশাম ও মিচেল স্যান্টনারকে আউট করে হ্যাটট্রিক করেছেন জশ লিটন। এছাড়া, গ্যারেথ ডেলাইনি নিয়েছেন ২টি উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে মারমুখী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন পল স্টার্লিং। অ্যান্ডি বালবার্নির সাথে অবিচ্ছিন্ন উদ্বোধনী জুটিতে ৮ ওভারে ৬৮ রান তুলেছেন ৩৬ রানে অপরাজিত স্টার্লিং। বালবার্নির সংগ্রহ অপরাজিত ৩০।

এই ম্যাচে জয় পেয়ে আসরের শেষ চার নিশ্চিত করবে নিউজিল্যান্ড। ৫ পয়েন্ট নিয়ে কিউইদের সাথে অবস্থান ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার। তবে রান রেটে এগিয়ে থাকায় টেবিলে এক নম্বরে রয়েছে কেন উইলিয়ামসনের দল। এদিকে ইংল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা করলেও শেষ পর্যন্ত তা ধরে রাখতে পারেনি আয়ারল্যান্ড।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply