চাঁদপুরে ভাতিজার ছোড়া ইটের আঘাতে চাচার মৃত্যু, আটক ৩

|

চাঁদপুর প্রতিনিধি:

ওভ নিউজ

চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া গ্রামে ভাতিজার ছোড়া ইটের আঘাতে সিরাজুল ইসলাম (৫২) নামের নামের এক ব্যক্তি নিহত হয়েছে।

শুক্রবার (৪ নভেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে কড়ইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের প্রধানিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত সিরাজুলের স্ত্রী মাকসুদা বেগম জানিয়েছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সকালে ভাতিজা তাজুল ও তার পরিবারের সাথে আমাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাজুল, তার স্ত্রী রহিমা, বড় ছেলে সাইফুল ও ছোট ছেলে আবিদ সংঘবদ্ধভাবে আমার স্বামীর ওপর হামলা করে। এ সময় তাজুলের বড় ছেলে সাইফুলের ছোড়া ইট মাথায় লাগলে আমার স্বামী মাটিতে লুটিয়ে পড়েন।

জানা গেছে, ইটের আঘাতে গুরুতর আহত সিরাজুলকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনা সম্পর্কে জানতে পেরে কচুয়া থানা পুলিশ হাসপাতালে যায় এবং ঘটনার সঙ্গে জড়িত তাজুল, তার স্ত্রী রহিমা ও ছেলের বউকে আটক করে থানায় নিয়ে আসে। তবে ঘটনার সাথে জড়িত সাইফুল ও আবিদ পলাতক রয়েছে বলে জানা গেছে।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল ঘটনার সতত্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় তাজুলসহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply