ল্যাপটপ চুরির পর মালিককে ক্ষমা চেয়ে মেইল

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াতে এক ব্যক্তির ল্যাপটপ চুরির পর তাকে ই-মেইল পাঠিয়ে ক্ষমা চেয়েছে চোর। এমনকি, গুরুত্বপূর্ণ কোনো নথি যদি ল্যাপটপে থাকে তাও ফেরত দেয়ার প্রস্তাব দিয়েছে সে।

ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়, ৩০ অক্টোবর জুয়েল থিক্সো নামের এক ব্যক্তির ল্যাপটপ চুরি হয়। চোরের কাছ থেকে ইমেইল পাওয়ার পর পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে শেয়ার করেছেন তিনি।

চোরের পাঠানো ই-মেইলের স্ক্রিনশট দিয়ে তিনি বলেছেন, রোববার রাতে আমার ল্যাপটপ চুরির পর সে আমাকে মেইল করেছে। এখন মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে আমার।

মিশ্র প্রতিক্রিয়া শুধু ই-মেইলের জন্য নয়। ল্যাপটপ মালিকের গবেষণা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য ফেরত দিয়েছে চোর।

চোরের পাঠানো ইমেইলে বলা হয়েছে, গতকাল আমি আপনার ল্যাপটপ চুরি করেছি। টাকার দরকার ছিল, আমার অবস্থা ভালো নয়। আমি দেখেছি আপনি একটি গবেষণার কাজ করছেন। আপনার সেই গবেষণার ফাইলটি এখানেই পাঠিয়ে দিচ্ছি। যদি অন্য ফাইলের প্রয়োজন হয়, তবে আজকের মধ্যে আমাকে জানাবেন। কারণ আমি ইতোমধ্যে ক্রেতা পেয়ে গেছি।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply