গতবারের চেয়ে এইচএইসসি পরীক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় দুই লাখ

|

সারাদেশে কাল রোববার (৬ নভেম্বর) সারাদেশে থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গেলবারের তুলনায় এ বছর পরীক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ কমেছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ বছর মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবে শিক্ষার্থীরা। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯৪ হাজার ৭৬৩ জন।

করোনার কারণে এ বছরও সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেয়া সম্ভব হচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যে শিক্ষা প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply