ইউক্রেনের গণকবরে পাওয়া দেহাবশেষের পরিচয় জানতে চলছে ডিএনএ পরীক্ষা

|

ইউক্রেনীয় শহর ইজিয়ুমের গণকবর থেকে পাওয়া দেহাবশেষের পরিচয় জানতে চলছে ডিএনএ পরীক্ষা। শনিবার (৫ নভেম্বর) লাইন দিয়ে নমুণা জমা দেন পরিবারের সদস্যরা। খবর এপির।

ফরাসি সরকারের সহযোগিতায় শহরটিতে স্থাপন করা হয়েছে বেশকিছু ভ্রাম্যমাণ নমুণা সংগ্রহ কেন্দ্র। তাতেই পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে হতভাগ্যদের পরিচয়। ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটি দখলে নেয় রুশ সেনাবহর। সেখানে যুদ্ধাপরাধ ঘটছে, এমন অভিযোগ তোলা হলেও সাফ অস্বীকার করে পুতিন প্রশাসন।

গেলো অক্টোবর মাসে শহরটি পুনরুদ্ধার করা হলে পাওয়া যায় গণকবর। যাতে ৪৩৬ জনকে মাটিচাপা দেয়া হয়েছিলো।বিশেষজ্ঞরা জানান, মধ্যযুগীয় কায়দায় তাদের হত্যা করা হয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply