বেনাপোল (যশোর) প্রতিনিধি:
ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ রত্না বেগম (৩৩) নামে স্বর্ণ পাচারকারী এক নারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
রোববার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে স্বর্ণের বারসহ নারী পাচারকারীকে আটক করা হয়। আটক রত্না বেগম পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী। উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় সাড়ে ৮২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, তাদের কাছে গোপন খবর আসে রত্না বেগম নামে এক নারী ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশে পুটখালী সীমান্তে অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে বিজিবির টহল দল সেখানে অভিযান চালিয়ে রত্না বেগম নামে এক নারী স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। আটক নারীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।
ইউএইচ/
Leave a reply