সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জাফরুল ইসলাম চৌধুরী আর নেই

|

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী (৭৩) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা ২টা ১৫ মিনিটে চট্টগ্রাম নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাফরুল ইসলাম চৌধুরী দীর্ঘদিন থেকে কিডনিসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। আগামীকাল বুধবার সকাল ১০টায় নগরে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে তার প্রথম নামাজে জানাজা এবং বাঁশখালীতে বেলা ২টায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

জাফরুল ইসলাম চৌধুরী চারবারের সংসদ সদস্য ছিলেন। চট্টগ্রামের বাঁশখালী আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি। বিএনপি সরকারের আমলে তিনি পরিবেশ বন ও জলবায়ু প্রতিমন্ত্রী ছিলেন।

জাফরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন, সদস্য সচিব আবুল হাশেম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply