রাজধানীতে চলছে নির্মাণ মেলা

|

ঢাকায় শুরু হয়েছে নির্মাণ মেলা। তাতে দেশীয় ৪০টি প্রতিষ্ঠান তাদের পণ্য উপস্থাপন করেছে। মেলায় মূলত গৃহ তৈরি এবং গৃহসজ্জার সকল সামগ্রী তুলে ধরেছেন উদ্যোক্তারা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মঙ্গলবার (৮ নভেম্বর) থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১০ নভেম্বর পর্যন্ত।

এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, জনসংখ্যা বিবেচনায় বাংলাদেশ বড় বাজার। এই বাজারে দেশিয় পণ্যের আধিক্য থাকা প্রয়োজন। বাজার ধরতে হলে পণ্যের বৈচিত্রকরণ করতে হবে। নিশ্চিত করতে হবে পণ্যের মানও। তিন দিনব্যাপী এ মেলায় এক ছাদের নিচে সবধরনের পণ্য পাচ্ছে ক্রেতা। বিক্রির ক্ষেত্রে ছাড় দিচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান।

উদ্যোক্তারা জানান, প্রথম দিনেই ক্রেতাদের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। গৃহসজ্জার নানান পণ্য কেনার ক্ষেত্রে ক্রেতাদের আগ্রহ বেশ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply