এইচএসসির বাংলা পরীক্ষায় উসকানিমূলক প্রশ্নে ছেড়ে দেয়ার সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

|

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ফাইল ছবি।

এবারের এইচএসসির বাংলা পরীক্ষায় সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্ন অবহেলা বা ইচ্ছাকৃত যেভাবেই হোক, ছেড়ে দেয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি।

বুধবার (৯ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় জাদুঘরে ‘বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশন’ আয়োজিত এক অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন তিনি।

১৯৭১-এ গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই র্শীষক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ’৭১-এ যারা গণহত্যা চালিয়েছিল, তারা আমাদের চারপাশে আছে, যারা সরকার উৎখাতে তারিখ বেঁধে দেয়। এখন সময় এসেছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার।

কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমল সরকার বলেন, এ দেশের সবাইকে মুক্তিযুদ্ধের স্বপক্ষে দাঁড়িয়ে গণহত্যার স্বীকৃতির জোরালো দাবি করতে হবে। অনুষ্ঠানে বক্তারা জানান, গণহত্যার স্বীকৃতি পেতে জাতিসংঘকে সরকারের চাপ দিতে হবে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply