শুরুতেই উইকেট হারালো ভারত

|

ছবি: সংগৃহীত

ভারত-ইংল্যান্ড হাইভোল্টেজ ম্যাচে সেমিফাইনালে শুরুতেই উইকেট হারায় ভারত। প্রথম ওভারের প্রথম বলে চার মেরে ইনিংস শুরু করলেও দ্বিতীয় ওভারে ক্রিস ওকসের ৪র্থ বলে কাট শত খেলতে গিয়ে উইকেট কিপারের হাতে ধরা পড়েন রাহুল।

২ ওভার শেষে ভারতের সংগ্রহ ১০ রান ১ উইকেটের বিনিময়ে।

এর আগে, ফাইনালে যাওয়ার লড়াইয়ে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত। আর ইংল্যান্ড শিরোপা জিতেছিল ২০১০ সালের বিশ্বকাপে। এবার অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরে সেমিফাইনালে মুখোমুখি হয়েছে দুই দল।

ভারত একাদশ: লোকেশ রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আর্শদীপ সিং।

ইংল্যান্ডের একাদশ: অ্যালেক্স হেলস, জস বাটলার (অধিনায়ক/উইকেটকিপার), বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ফিল সল্ট, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, ডেভিড উইলি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply