ফ্যামিলি কার্ডে চলতি মাসের টিসিবির পণ্য বিক্রি শুরু

|

ফ্যামিলি কার্ডের মাধ্যমে চলতি মাসের পণ্য বিক্রির কার্যক্রম শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। রাজধানীর মতিঝিল এজিবি কলোনি বাজারে বৃহস্পতিবার (১০ নভেম্বর) এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারকে তেল, চিনি ও ডাল দিচ্ছে টিসিবি। এ দফায় নিম্ন আয়ের পরিবার কার্ডধারী ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি মসুর ডাল ও এক কেজি চিনি কিনতে পারছেন।

প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, এক কেজি মসুর ডাল ৬৫ টাকা দরে বিক্রি হচ্ছে। আগের মতো ট্রাকে করে পণ্য বিক্রি করছে না টিসিবি। ডিলাররা জানিয়েছেন, পণ্যের মজুদ আছে। কার্ডধারীরা নিয়ম মেনে সেবা নিচ্ছেন।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply