ইউক্রেনে আগ্রাসন চালানোর দায়ে ব্রিটিশ সরকার রুশ অলিগার্চ ও অন্যান্য ব্যক্তিদের মোট ২০ বিলিয়ন ডলার সমমূল্যের সম্পদ জব্দ করেছে। তারা সকলেই ব্রিটিশ সরকারের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন। বৃহস্পতিবার (১০ নভেম্বর) ব্রিটিশ সরকার এ তথ্য জানায়। খবর রয়টার্সের।
দেশটির অর্থ মন্ত্রণালয় ও নিষেধাজ্ঞা বাস্তবায়ন অফিসের তথ্য অনুসারে, বর্তমানে লিবিয়া ও ইরানকে পেরিয়ে রাশিয়াই সেদেশের সবচেয়ে বেশি নিষেধাজ্ঞাপ্রাপ্ত দেশ।
ব্রিটেনের ট্রেজারি ডিপার্টমেন্টের মন্ত্রী এন্ড্রু গ্রিফিথ বলেন, আমরা রাশিয়ার ওপর এ যাবত কালের সবচেয়ে কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেছি। আমাদের বার্তা খুব পরিষ্কার, আমরা কোনোভাবেই পুতিনকে এ বর্বর যুদ্ধে জয় লাভ করতে দেব না।
প্রসঙ্গত, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ব্রিটেন ১২০০’র বেশি রুশ নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। যাদের মধ্যে বিশিষ্ট রাজনীতিবিদসহ উচ্চপদস্থ ব্যবসায়ীরা রয়েছেন।
এটিএম/
Leave a reply