আশুলিয়ায় ভুল চিকিৎসায় নারীর মৃত্যুর অভিযোগ

|

সাভারের আশুলিয়ায় বেসরকারি একটি হাসপাতালে ভুল চিকিৎসায় এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত চিকিৎসক মুদ্দাচ্ছির মাহমুদ।

গতরাত ১২ টার দিকে মমতাজউদ্দিন জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহতের স্বজনদের অভিযোগ, টনসিলজনিত সমস্যা নিয়ে গতকাল বিকালে ওই হাসপাতাল ভর্তি হন লাইলি বেগম। রাতে অপারেশন চলাকালে তার মৃত্যু হয়। ভুল চিকিৎসায় তার মৃত্যুর অভিযোগ করেন স্বজনরা। ছড়িয়ে পড়ে উত্তেজনা।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়। লাইলি বেগম আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply