ডেনমার্কের ‘সবার জন্য মানবাধিকার’ লেখা জার্সি বাতিল করলো ফিফা

|

ছবি: সংগৃহীত

অভিবাসী শ্রমিকদের সাথে কাতারের মানবতাবিরোধী আচরণের প্রতিবাদ হিসেবে জার্সিতে ‘সবার জন্য মানবাধিকার’ লিখে ডেনমার্ক ফিফার কাছে অনুমতি চায় দলটি। কিন্তু ফিফা তাদের এই আবেদন প্রত্যাখ্যান করেছে।

ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন (ডিবিইউ) বলেছে যে এটি ‘দুঃখজনক’ যে ফিফা বিশ্বকাপে ‘সকলের জন্য মানবাধিকার’ বাক্যাংশ লেখা প্র্যাকটিস জার্সির অনুরোধ প্রত্যাখ্যান করেছে।

ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশন (ডিবিইউ) বিদেশি কর্মীদের প্রতি কাতারের আচরণ এবং বিধিনিষেধমূলক সামাজিক আইনের সমালোচনায় সক্রিয় হয়েছে, দেশে বাণিজ্যিক কার্যক্রম কমিয়েছে এবং গত বছর বলেছে যে প্র্যাকটিস জার্সিতে স্পনসররা এই বার্তাটি লিখবে।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) ডিবিইউ প্রধান নির্বাহী জ্যাকব জেনসেন বলেছেন, ফিফা তাদের জমা দেয়া প্র্যাকটিস জার্সিটি প্রত্যাখ্যান করেছে।

জ্যাকব জেনসেন বলেন, ফিফা এক বার্তায় আমাদেরকে জানিয়েছে আমাদের খেলোয়াড়দের যে প্র্যাকটিস জার্সিগুলো দেয়া হয়েছিল অনুমোদনের জন্য সেগুলো প্রত্যাখ্যান করা হয়েছে, যা দুঃখজনক। তবে আমরা বিশ্বাস করি ‘সকলের জন্য মানবাধিকার’ বার্তাটি সর্বজনীন এবং রাজনৈতিক আহ্বান নয়।

ফিফার নিয়মে বলা হয়েছে, যে কোনো দলের সরঞ্জামে রাজনৈতিক, ধর্মীয় বা ব্যক্তিগত স্লোগান, বিবৃতি বা ছবি থাকতে পারবে না।

প্রসঙ্গত, কাতার বিশ্বকাপে গ্রুপ-ডি তে ডেনমার্ক লড়বে ফ্রান্স, তিউনিসিয়া এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply