ছবি: সংগৃহীত।
স্টাফ করেসপনডেন্ট, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ মোকলেছুর রহমান (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন কারখানার শ্রমিক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে তার শিশুপুত্র ফয়সাল আহম্মেদ (১১)। তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
শুক্রবার (১১ নভেম্বর) দুপুর পৌনে বারোটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক উপজেলার জৈনা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোকলেছুর রহমান পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার জয়গঞ্জ গ্রামের মৃত মফিজুল ইসলামের ছেলে। তিনি উপজেলার জৈনা বাজার এলাকায় ভাড়া থাকতেন। নাসির গ্লাস নামক কারখানায় শ্রমিকের কাজ করতেন মোকলেছুর।
এ নিয়ে মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহত শিশুটির হাত ও পায়ের হাড় ভেঙে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
এসজেড/
Leave a reply