কোস্টগার্ডের অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ও বিদেশি মদ জব্দ

|

কক্সবাজারের টেকনাফ ও চট্টগ্রামের আনোয়ারায় পরিচালিত দুটি পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা ও ১১৫ বোতল হুইস্কি জব্দ করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া শাখার কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, সোমবার (১৪ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং জিরো পয়েন্ট সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ২ মোটরসাইকেল আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামার সংকেত দেন কোস্টগার্ড সদস্যরা। এ সময় তারা সংকেত উপেক্ষা করে তাদের সাথে থাকা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে প্রায় ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে, মঙ্গলবার (১৫ নভেম্বর) অপর এক অভিযানে চট্টগ্রামের গহীরা সমুদ্র এলাকায় ইঞ্জিনচালিত বোটসহ নিজাম উদ্দিন (৩০) নামে একজন মাদক পাচারকারীকে আটক করে কোস্টগার্ড সদস্যরা। পরে বোট তল্লাশি করে ১১৫ বোতল হুইস্কি জব্দ করা হয়। জব্দকৃত হুইস্কি ও আটককৃত ব্যক্তিকে আনোয়ারা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply