দুই দশকে দ্বিগুণ হয়েছে এশিয়ান হাতির সংখ্যা

|

এশিয়ান হাতি। ছবি: সংগৃহীত।

গত ২৫ বছরে চীনে এশিয়ান হাতির সংখ্যা দ্বিগুণ হয়েছে। বর্তমানে দেশটিতে রয়েছে এই প্রজাতির ৩৬০টি হাতি। খবর সিজিটিএন এর।

সোমবার (১৪ নভেম্বর) এ তথ্য জানায় ইউনান বন বিভাগ। দুই দশক ধরে অঞ্চলটিতে কাজ করছে একদল পশু বিশেষজ্ঞ এবং পালক। ২০০৮ সাল থেকে তারা উদ্ধার করেছেন কমপক্ষে ২০টি এশীয় হস্তিশাবক। এরপর নিয়মিত পরিচর্যার মাধ্যমে সুস্থ করেছে বিশালাকার প্রাণীগুলোকে।

বণ্যপ্রাণী সংরক্ষণের ব্যাপারে খুবই সচেতন চীন। তবে অন্যান্য প্রাণীর সাথে লড়াই বা প্রাকৃতিক দুর্যোগে আহত হয় বহু হাতি। অনেক সময় হাতির দল লোকালয়ে ঢুকে নষ্ট করে হাজার একর আবাদি জমি। তবে প্রাণীগুলোর কোনো ক্ষতিই করেন না স্থানীয়রা। ফলে ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে হাতিগুলোর সংখ্যা।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply