বন্যায় বিধ্বস্ত অস্ট্রেলিয়ার দুই রাজ্য

|

ছবি: সংগৃহীত।

প্রলয়ঙ্কারী বন্যায় বিপর্যস্ত অস্ট্রেলিয়ার দুই রাজ্য নিউ সাউথ ওয়েলস এবং ভিক্টোরিয়া। মঙ্গলবার (১৫ নভেম্বর) পর্যন্ত দুর্গত এলাকাগুলো থেকে দুই শতাধিক মানুষকে উদ্ধার করা হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

গত রোববার (১৩ নভেম্বর) থেকে সোমবার (১৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার দক্ষিণ কুইন্সল্যান্ড থেকে তাসমানিয়া পর্যন্ত বিভিন্ন স্থানে ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। নিউ সাউথ ওয়েলসের দক্ষিণ-পূর্বাংশ এবং উত্তর-পূর্ব ভিক্টোরিয়ায় ১০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর প্রভাবেই বন্যার পানিতে ভেসে গেছে এই দুই রাজ্যের একাধিক অঞ্চল। পানির তোড়ে ভেঙে গেছে ওয়াংগালা বাঁধের বেশকিছু জলকপাটও। ফলে লোকালয়ে প্রবল স্রোতে পানি ঢুকে পড়ছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার কাজ। নিরাপত্তা বাহিনীর কমপক্ষে ১২টি হেলিকপ্টার উদ্ধারকাজে লিপ্ত আছে। এখনও বহু মানুষ আটকে আছে বন্যাকবলিত এলাকাগুলোতে।

জাতীয় আবহাওয়া অধিদফতরের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১২১ মিলিমিটার বৃষ্টিপাত দেখেছে কাওরা শহর; যা অস্ট্রেলিয়ায় ১১৮ বছরের দৈনিক বৃষ্টিপাতের ইতিহাসে সর্বোচ্চ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply