পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলনকারীকে মৃত্যুদণ্ড দিলো ইরানের আদালত

|

রয়টার্স থেকে সংগৃহীত ছবি।

ইরানে পোশাকের স্বাধীনতার দাবিতে আন্দোলনে নামার দায়ে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছে দেশটির আদালত। খবর বিবিসির।

সোমবার (১৪ নভেম্বর) আরও পাঁচজনকে ৫ থেকে ১০ বছর মেয়াদি কারাদণ্ড দেয়া হয়েছে।

আদালত রায়ে বলা হয়, অভিযুক্তের বিরুদ্ধে সরকারি স্থাপনায় অগ্নিসংযোগের প্রমাণ মিলেছে। এছাড়া, তার বিরুদ্ধে ব্লাসফেমির অভিযোগও প্রমাণিত হয়েছে। শাস্তিপ্রাপ্ত বাকিদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা নীতিমালা লঙ্ঘন এবং অস্থিরতা ছড়ানোর অভিযোগ আনা হয়েছিলো।

দেশটির মানবাধিকার সংস্থা- আইএইচআর জানিয়েছে, গণশুনানির মুখোমুখি হয়েছেন দেড় হাজারের বেশি বিক্ষোভকারী। যাদের মধ্যে, আরও ২০ জনকে মৃত্যুদণ্ড দেয়া হতে পারে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, সেপ্টেম্বরে ইরানে গ্রেফতার হওয়া মাহশা আমিনি; পুলিশি হেফাজতে অসুস্থ হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে, সমগ্র ইরানে ছড়ায় বিক্ষোভ ও সহিংসতা। যাতে, প্রাণ হারান কমপক্ষে ৩২৬ জন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply