বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাট জেলার রামপাল উপজেলার ঝনঝনানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে মাস হিস্টিরিয়ায় আক্রান্ত ১১ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলের একাধিক অভিভাবক জানিয়েছেন, স্কুলের অ্যাসেম্বলির পর রোদে স্কুলের মাঠ পরিষ্কার করায় তারা অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের দ্রুত শিক্ষকরা হাসপাতালে ভর্তি করান। সেই সাথে অভিভাবকদের খবর দেন। এ বিষয়ে চিকিৎসকরা বলছেন এসব শিক্ষার্থী মাস হিষ্টিরিয়া আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন জানান, শিক্ষার্থীরা হঠাৎ কেন অসুস্থ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
অসুস্থ শিক্ষার্থীরা হলো, নিপাহ (১৪), কারিমা (১২), তানিয়া (১৩), চায়না (১২), জুইমনি (১২), অন্তরা (১২), শাহাদাৎ ব্যাপারী (১৪), তুলি (১২), সপিয়া (১৩) ও সাবিনা (১২)। এরা সবাই ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী।
অসুস্থ এসব শিক্ষার্থীদের অভিভাবকরা জানান, প্রতিদিনের মতো বুধবার সকালে এসব শিক্ষার্থীরা স্কুলে হাজির হয়। এরপর তাদের অ্যাসেম্বলি শেষ হলে মাঠ পরিষ্কার করার নির্দেশ দেন প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস। এতে শিক্ষার্থীদের মধ্যে ১১ জন অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শিক্ষার্থীদের সবার বাড়ি উপজেলার ঝনঝনিয়া গ্রামে।
ঝনঝনানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস জানান, অনেক সময় শিক্ষার্থীরা ঠিকমতো না খেয়ে স্কুলে আসে। এ কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে তিনি দাবি করেন।
রামপাল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, মাস হিস্টিরিয়ায় আক্রান্ত ১১ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করে সেবা দিচ্ছি। তাদের গ্যাস্ট্রিক বা অন্য কোনো সমস্যা নেই।
এটিএম/
Leave a reply