বান্দরবান বিশ্ববিদ্যালয়ের লিফটে আটকা পড়ে কিশোরীর মৃত্যু, আহত আরও ১

|

ছবি: সংগৃহীত।

স্টাফ করেসপনডেন্ট, বান্দরবান:

বান্দরবান বিশ্ব‌বিদ্যালয় ভব‌নের লিফ‌টে আটকা পড়ে সা‌বেকুন্নাহার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এসময় ভব‌নের দা‌রোয়ান নুরুল আমিন একই লিফটে আটকা প‌ড়ে আহত হ‌ন। প‌রে দারোয়ানকে উদ্ধার ক‌রা হয়।

বৃহস্প‌তিবার (১৭ ন‌ভেম্বর) দুপু‌রে বান্দরবান বিশ্ব‌বিদ্যালয়ের অস্থায়ী ভব‌নের লিফ‌টে এ ঘটনা ঘ‌টে। নিহত ওই কিশোরী সাবেক উপ‌জেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুসের ছে‌লে সো‌হে‌লের বাসায় কাজ করতো। তার বা‌ড়ি বান্দরবানের গোয়া‌লিয়া‌খোলা।

জানা গেছে, বুধবার (১৬ ন‌ভেম্বর) রাত থে‌কেই সা‌বেকুন্নাহার নিখোঁজ ছিল। পরে বৃহস্পতিবার সকা‌লে দা‌রোয়ান নুরুল আমিন লিফ‌টের ভেত‌রে ঢু‌কলে উপর থে‌কে রক্ত পড়‌তে দে‌খেন। লিফট উপ‌রে ওঠার সময় হঠাৎ মে‌য়ে‌টি‌র লাশ লিফ‌টের ভেতরে এসে প‌ড়ে। একই সময় লিফট‌ও আকস্মিকভাবে থে‌মে গি‌য়ে দারোয়ানও ভেত‌রে আটকা প‌ড়ে চিৎকার কর‌তে থাকেন।

প‌রে খবর পে‌য়ে ফায়ার সা‌র্ভিস, পু‌লিশ, সেনাবা‌হিনী ও স্থানীয়রা মি‌লে প্রথ‌মে দা‌রোয়ান‌কে উদ্ধার ক‌রে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) কিশোরীর লাশ উদ্ধারের চেষ্টা চলছে।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply