আখাউড়ায় মাদকসহ পরোয়ানাভুক্ত ১০ পলাতক আসামি আটক

|

আখাউড়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকসহ পরোয়ানাভুক্ত ১০ পলাতক আসামিকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। আটককৃতদের এরই মধ্যে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম। এর আগে গত ২৪ ঘণ্টায় পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন স্থান থেকে আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ পলাতক আসামি এবং ভারতীয় নিষিদ্ধ ৩৯ বোতল স্কাফ সিরাপসহ তিনজন এবং নিয়মিত মামলার ১ আসামিসহ মোট ১০ জনকে আটক করে আখাউড়া থানা পুলিশ। আটককৃতরা হলো গাদ্দাফি, কাজী আব্দুল্লাহ আল মামুন, হৃদয়, রিমন মিয়া, মোসাব্বির হোসেন, হাবিব মিয়া, রিয়াজুল ইসলাম, নুরুজ্জামান, রাজন মিয়া ও জাকির হোসেন।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, আটককৃতদেরকে আদালতের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply