২৫ কোটি টাকায় বিক্রি হলো ‘হ্যান্ড অফ গড’ খ্যাত গোলের সেই ফুটবলটি

|

ছবি: সংগৃহীত

পায়ের খেলা ফুটবল। তবে সেই খেলায় হাত দিয়ে গোল করে খ্যাতি কুড়িয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনা। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করেছিলেন তিনি। ফুটবল ইতিহাসে যেটি ‘হ্যান্ড অব গড’ নামে বিখ্যাত।

যে বল দিয়ে ম্যারাডোনা হ্যান্ড অব গড মুহূর্তের জন্ম দিয়েছিলেন, সেটি বুধবার (১৬ নভেম্বর) নিলামে তোলা হয়েছিল। বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান গ্রাহাম বাডের আয়োজিত নিলামে সেই সাদা অ্যাজটেকা বলটির দাম উঠেছিল ২ মিলিয়ন ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৫ কোটি টাকা।

ইংল্যান্ড-আর্জেন্টিনার মধ্যকার সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছিলেন তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসের। ইংলিশ খেলোয়াড়রা সেদিন সমস্বরে আর্জেন্টাইন কিংবদন্তির হ্যান্ডবলের দাবি জানালেও তিনি সেদিন গোলটি বহাল রাখেন। এরপর থেকে বলটি তার মালিকানাতেই ছিল। গত মাসে তিনি বলটিকে নিলামে তোলার সিদ্ধান্ত নেন।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply