‘বাংলাদেশের ছেলে-মেয়েরা বিশ্বের সবচেয়ে মেধাবী’

|

বাংলাদেশের ছেলে-মেয়েরা বিশ্বের সবচেয়ে মেধাবী উল্লেখ করে তরুণদের শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, উন্নত-সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের সুনাগরিক হতে হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৃজনশীল মেধা অন্বেষণ ২০১৮ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। সারা দেশ থেকে প্রতিভাধর ছাত্র-ছাত্রী খুঁজে বের করতে ২০১৩ সালে চালু হয় সৃজনশীল প্রতিযোগিতা।

জেলা-উপজেলা-বিভাগসহ ঢাকা মহানগরী পর্যায়ে সেরা ১২ জন আর জাতীয় পর্যায়ে ১২ জন সেরা মেধাবী বিজয়ী হয়েছেন। সেই সাথে বিভিন্ন পর্যায়ে এবার সাত হাজার মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করেছে সরকার।

অনুষ্ঠানে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে তোলার চিন্তা-চেতনার কথা তুলে ধরেন বিজয়ী শিক্ষার্থীরা। অন্যদিকে মেধা মনন কাজে লাগিয়ে, আধুনিক প্রযুক্তি সম্পন্ন দেশ গড়ে তুলতে নিজ দর্শনের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply