বিশ্বকাপে বাংলাদেশের না থাকা কষ্ট দেয়: প্রধানমন্ত্রী

|

বিশ্বকাপ ফুটবল হচ্ছে। কিন্তু সেখানে বাংলাদেশের কোনো অবস্থান না থাকা কষ্ট দেয়; এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। তিনি খেলা দেখেন জানিয়ে আশা প্রকাশ করেন, একদিন বাংলাদেশও বিশ্বকাপ খেলবে। তাই খেলাধুলায় সরকারের পৃষ্ঠপোষকতা অব্যাহত থাকবে।

সরকার প্রধান বলেন, খেলাধুলা যুব সমাজকে পথ দেখায়। যুব সমাজকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে বিরত রাখতে খেলাধুলায় জোর দিতে হবে। সম্প্রতি দেশের মেয়েরা ভালো খেলছে, সামনে ছেলেরাও ভালো করবে।

এ সময় ক্রীড়ার উন্নয়নে উন্নত প্রশিক্ষণের ওপর জোর দিতে বলেন শেখ হাসিনা। এ বছর ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply