আফগানিস্তানের লোগার প্রদেশে প্রকাশ্যে সাজা দেয়া হলো ১২ জনকে। এদের মধ্যে তিনজন নারী। নৈতিকতা বিষয়ক অপরাধের দায়ে এক ফুটবল স্টেডিয়ামে দোররা মারা হয় তাদের। খবর ওয়াশিংটন পোস্টের।
সেখানে উপস্থিত ছিলেন হাজার হাজার মানুষ। এক তালেবান কর্মকর্তা জানান, ব্যাভিচার, ডাকাতি ও সমকামিতার অভিযোগে দেয়া হয় শাস্তি। ২১ থেকে ৩৯টি করে দোররা মারা হয়েছে তাদের।
তালেবানের একজন মুখপাত্র জানান, সাজার পর ছেড়ে দেয়া হয়েছে তিন নারীকে। বাকিদের কয়েকজনের জেল হয়েছে। চলতি মাসে দ্বিতীয়বারের মতো প্রকাশ্য সাজা কার্যকর করলো দেশটি। গত সপ্তাহে তাখার প্রদেশে জনসম্মুখে শাস্তি পান ১৯ জন। এক সপ্তাহ আগেই শরীয়া আইন অনুযায়ী সাজা কার্যকরে বিচারপতিদের প্রতি নির্দেশ দেন তালেবান প্রধান হিবাতুল্লাহ আখুনজাদা।
নব্বইয়ের দশকে তালেবান শাসনামলে প্রচলিত প্রকাশ্য সাজার কঠোর রীতি ফিরিয়ে আনার ইঙ্গিত দিয়েছেন বেশ কয়েকজন নেতা।
/এমএন
Leave a reply