রাজপথে শক্তি প্রদর্শন করে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়: সিইসি

|

রাজপথে শক্তি প্রদর্শন করে গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, এ জন্য সমঝোতা ও গণতান্ত্রিক পদ্ধতির মধ্যে আসতে হবে।

বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইসি ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, নির্বাচনে কার্যকর প্রতিদ্বন্দ্বিতা ছাড়া গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। কারণ পুলিশ দিয়ে কিন্তু আমি ব্যালেন্স তৈরি করবো না। দলগুলোর প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে প্রতিটি কেন্দ্রে ব্যালেন্স তৈরি করবে। রাজনৈতিক ভারসাম্য না থাকলে পুলিশ ও সেনাবাহিনী দিয়েও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।

সিইসি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ একেবারেই হচ্ছে না বলে দেখছেন তারা। তবে এই সংলাপ হওয়া প্রয়োজন বলে তারা মনে করেন। তারা রাজনৈতিক বিষয়ে জড়িত হতে চান না। কিন্তু রাজনীতিবিদদের কাছ থেকে প্রয়োজনীয় সহায়তা প্রত্যাশা করেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply