‘রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে জাপান’

|

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান চায় বাংলাদেশ, এজন্য আন্তর্জাতিক কূটনীতিতে জাপানকে পাশে চায় ঢাকা। কয়েক ঘন্টার সফরে বাংলাদেশ আসা জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আইয়ো হোরির কাছে এ অবস্থান তুলে ধরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জবাবে, বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে জাপান। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সফরররত জাপানি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বৈঠকে বসেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক। প্রায় দু’ঘন্টার বৈঠক শেষে তারা জানান, নিরাপত্তা পরিষদের সদস্যপদ প্রাপ্তিতে বাংলাদেশের ভূমিকায় কৃতজ্ঞ জাপান। তাই, চলমান রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে জাপান।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply