সাতক্ষীরা প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা পরিষদের সাবেক সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আল ফেরদৌস আলফাকে ফেন্সিডিলসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার (২৬ নভেম্বর) ভোরে শহরের বাইপাস সড়কের কাশেমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ফেরদৌসের বাড়ি সাতক্ষীরার দেবহাটা উপজেলায়। বর্তমানে তিনি শহরের পলাশপোল এলাকার বাসিন্দা।
সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, দলের কোনো পদে নেই আলফা। তবে সে আওয়ামী লীগের একজন সমর্থক।
এ বিষয়ে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ বাবুল আক্তার বলেন, আলফা একজন শীর্ষ মাদক ব্যবসায়ী ও চোরাকারবারী। অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এএআর/
Leave a reply